• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এয়ারপোর্ট রোডে নামলেন দুই যাত্রী, সাথে মিললো ফে ন সি ডি ল

Dainik Shallar Khabor.com
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৪
এয়ারপোর্ট রোডে নামলেন দুই যাত্রী, সাথে মিললো ফে ন সি ডি ল

সিলেট এয়ারপোর্ট রোড থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই যাত্রীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১টার দিকে এয়ারপোর্ট রোডের এ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্কের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ গ্রামের আবদুল হালিমের ছেলে আবদুল লতিফ (৩২) ও একই উপজেলার দক্ষিণ কাঠালবাড়ি গ্রামের মো. আবদুর রবের ছেলে আনোয়ার হোসেন (২৫)।

সিলেট মহাগর পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের এয়ারপোর্ট এলাকার এ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্কের কাছে বাস থেকে দুই যাত্রী একটি ব্যাগসহ নামেন। এসময় পুলিশ দেখে তারা পালানোর চেষ্টা করেন। পুলিশ তাদেরকে আটক করে তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিল পায়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা পুলিশকে জানিয়েছে, সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলগুলো সংগ্রহ করে বিক্রির জন্য তারা সিলেট শহরে নিয়ে যাচ্ছিল।

এ ঘটনায় সিলেট এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম।