• ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে সফর, ১৪৪৭ হিজরি

সিলেটে ডিবির জালে চার জুয়াড়ি

Dainik Shallar Khabor.com
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৪
সিলেটে ডিবির জালে চার জুয়াড়ি

সিলেটে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে চার জুয়াড়ি আটক হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে কিনব্রিজের দক্ষিণ প্রান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- দক্ষিণ ‍সুরমার ভার্থখলা স্বণালী-২৫ নম্বর বাসার মৃত আবদুল মতিনের ছেলে নজরুল ইসলাম (৫০), কুষ্টিয়ার দৌলতপুর থানার সাদীপুরের মৃত জাবাকশোর ছেলে মোমিন (৪৮),

সিলেটের বিশ্বনাথ উপজেলার হোসেনপুর গ্রামের ইন্তাজ আলীর ছেলে শফিকুর রহমান (৪২) ও সুনামগঞ্জ সদরের মোকামপাড়ার সিরাজ মিয়ার ছেলে হাবিবুর রহমান (২৩)।

 

সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের নন এফআইআর মামলা দিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে।