• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটে আরও দুজনকে ধরলো পুলিশ

Dainik Shallar Khabor.com
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৪
সিলেটে আরও দুজনকে ধরলো পুলিশ

সিলেটে দক্ষিণ সুরমা এলাকা থেকে মাদক সহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯) রাতে দক্ষিণ সুরমা থানার ভার্থখলা ও বদিকোনা এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

 

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৯) রাত ৮টার দিকে দক্ষিণ সুরমা থানার ভার্থখলা এলাকায় অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজা সহ আশিক ভূঁইয়া (২৮) নামে এক যুবককে আটক করা হয়। আটক আশিক ভূইয়া কুমিল্লা জেলার হোমনা থানার মৃত এনামুল হক ভূইয়ার ছেলে।

 

 

এদিকে বুধবার (২৯) রাত ৯টার দিকে দক্ষিণ সুরমা থানার বদিকোনা এলাকায় অভিযান পরিচালনা করে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ সেলিম মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক সেলিম মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর থানার কুতুব উদ্দনি উরফে মগনি মিয়ার ছেলে।

 

 

আটক আসামিদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।