• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দোয়ারাবাজারে সোয়া লাখ টাকার ভারতীয় চিনি জ ব্দ : আটক ২

Dainik Shallar Khabor.com
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৪
দোয়ারাবাজারে সোয়া লাখ টাকার ভারতীয় চিনি জ ব্দ : আটক ২

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১২শ’ কেজি (২৪ বস্তা) ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা। সেই সাথে ব্যাটারীচালিত ২টি টমটমসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটককৃত সেলিম আহমদ (২০) উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জাহাঙ্গীরগাও গ্রামের রহমত আলীর পুত্র এবং আমির হোসেন (৩৫) একই ইউনিয়নের মির্ধারপাড়া গ্রামের হরমুজ আলীর পুত্র।

বুধবার (৩০ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে স্থানীয় কালিউরি ব্রিজের ওপর এ অভিযান পরিচালনা করা হয়।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার নির্দেশনায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন এস আই মোহন রায় ও এ এস আই নুরুল আমীন মোল্লা। বিশেষ ক্ষমতা আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।