• ২৮শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা সফর, ১৪৪৭ হিজরি

লন্ডনে মারা গেছেন মাওলানা আব্দুল জব্বার

Dainik Shallar Khabor.com
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৪
লন্ডনে মারা গেছেন মাওলানা আব্দুল জব্বার

সিলেট মহানগরের আওতাধীন দক্ষিণ সুরমার ২৭ নং ওয়াডের পাঠানপাড়ার বাসিন্দা, কদমতলী পয়েন্ট জামে মসজিদের সাবেক ইমাম, পাঠানপাড়া জহির-তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক, ফাতেমা হোমিও হলের মালিক মাওলানা ডা. মোহাম্মদ আব্দুল জব্বার যুক্তরাজ্যে মারা গেছেন।

 

শুক্রবার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৮২ বছর। তিনি স্ত্রী ৪ পুত্র ২ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, লাশ দেশে আসার প্রক্রিয়া চলছে, দেশে নিয়ে আসার পর মরহুমের নামাজে জানাজার সময় জানানো হবে।