• ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

হাসপাতাল থেকে বাসায় পৌঁছেছেন খালেদা জিয়া

Dainik Shallar Khabor.com
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৪
হাসপাতাল থেকে বাসায় পৌঁছেছেন খালেদা জিয়া

মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা শেষে বাসায় পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা ৭টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশান-২ নম্বরের ৭৯ নম্বর রোডের এক নাম্বার বাসভবন ফিরোজায় পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, আজ ১৮ সেপ্টেম্বর বুধবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাসভবন যাবেন।