• ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শাল্লায় আমার চোখে “বঙ্গবন্ধু” ভিডিওগ্রাফি তৈরির প্রস্তুতি সভা

Dainik Shallar Khabor.com
প্রকাশিত জুলাই ১৪, ২০২৪
শাল্লায় আমার চোখে “বঙ্গবন্ধু” ভিডিওগ্রাফি তৈরির প্রস্তুতি সভা

সন্দীপন তালুকদার সুজন, শাল্লা প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লায় ১৫ আগস্ট ২০২৪ জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জীবন ও দর্শনকে উপজীব্য করে ‘আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক এক মিনিটব্যাপী ভিডিও চিত্র তৈরির প্রতিযোগিতার প্রস্তুতি মূলক সভা আয়োজন করা হয়েছে।১১ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।   প্রস্তুতি মূলক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. অবনী মোহন দাশ, ভাইস চেয়ারম্যান অরিন্দম চৌধুরী অপু, মহিলা ভাইস চেয়ারম্যান শর্বরী মজুমদার, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আহমদ হোসেন, ০২নং হবিবপুর ইউপি চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, ০৪নং শাল্লা ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাশ মিল্টন, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল, মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান, সমাজসেবা কর্মকর্তা বিশ্বপতি চক্রবর্তী, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্দীপন তালুকদার সুজন, প্রচার সম্পাদক প্রীতম দাশ ও সদস্য নিশিকান্ত সরকার প্রমুখ।