• ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গোপাল এলাকায় বন্যার্তদের মাঝে সুরমা বয়েজ ক্লাবের খাবার বিতরণ

Dainik Shallar Khabor.com
প্রকাশিত জুলাই ৮, ২০২৪
গোপাল এলাকায় বন্যার্তদের মাঝে সুরমা বয়েজ ক্লাবের খাবার বিতরণ

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে বন্যাকবলিত অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।  রবিবার (৭ জুলাই) বিকেল ৩টায় সিলেট শহরতলীর কান্দিগাঁও ইউনিয়নের গোপাল এলাকার বাবুর বাড়ির প্রাঙ্গণে ৩ শতাধিক বন্যার্ত অসহায় মানুষের মাঝে এই রান্না খাবার বিতরণ করা হয়।  খাবার বিতরণকালে বক্তারা বলেন, বন্যায় মানুষের জন-জীবন বিপর্যস্ত। অনাহারে-অর্ধাহারে বন্যার্তরা দিন কাটাচ্ছেন। বক্তারা বলেন, সুরমা বয়েজ ক্লাব সব সময় অসহায় মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। এসব কাজের ধারাবাহিকতায় বন্যা কবলিত এলাকায় কষ্টপীড়িত পানিবন্দি মানুষদের মধ্যে ৩য় বারের মতো এই এলাকায় এসে খাবার বিতরণ করেছে। অসহায় মানুষের পাশে সুরমা বয়েজ ক্লাবের মতো সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।  খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, সদস্য সুমন বাহাদুর, মাসুক আহমদ, কামাল আহমদ, কামরুজ্জামান চান্দু, শাহজালাল জামে মসজিদের মোতায়াল্লী শানুর আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি