• ৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রজব, ১৪৪৭ হিজরি

শাল্লায় পানিতে নিখোঁজের পাঁচ ঘন্টা পর যুবকের মরদেহ উদ্ধার

Dainik Shallar Khabor.com
প্রকাশিত জুলাই ৫, ২০২৪
শাল্লায় পানিতে নিখোঁজের পাঁচ ঘন্টা পর যুবকের মরদেহ উদ্ধার

সন্দীপন তালুকদার সুজন,স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের শাল্লায় ধানের নৌকা থেকে পড়ে পানিতে তলিয়ে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (৫জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে আছানপুর গ্রামের পাশের নদী থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ওই যুবকের নাম সুজন দাশ (২৭)। তিনি উপজেলার হবিবপুর ইউনিয়নের শাশখাই গ্রামের সরজীবন দাশের ছেলে।

প্রত্যক্ষদর্শী শৈলেন দাশ জানান, সুজন ঘুম থেকে উঠে নৌকার পিছনে প্রসাব করতে গিয়ে পানিতে পড়ে যায়। আমি সহ আরো ১০-১২ জন লোক সাথে সাথে পানিতে নেমে ডুব দিয়ে খোঁজাখোঁজি করে পায় নি। তবে এই জায়গায় স্রোতের বেগ ছিল। পানিতে তলিয়ে যাওয়া সুজন দাশ শৈলনের আপন ভাই বলে জানান। তিনি আরো জানান, এখন ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসছে তারা খোঁজাখুঁজি করতেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল পানিতে তলিয়ে যাওয়া যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তারা অনেক চেষ্টা করে নদী থেকে মরদেহ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসা হয়েছে এখানে পুলিশও আছেন।

এব্যাপারে দায়িত্বপ্রাপ্ত থানা পুলিশের সাব-ইন্সপেক্টর জিশু দত্ত বলেন, আমরা লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। আমাদের পরবর্তী কার্যক্রম অব্যাহত আছে।