• ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাতকে প্রথম ফেলোশিপ ডিগ্রি অর্জন করলেন ডা. গোলাম রব শোয়েব

Dainik Shallar Khabor.com
প্রকাশিত জুলাই ৫, ২০২৪
ছাতকে প্রথম ফেলোশিপ ডিগ্রি অর্জন করলেন ডা. গোলাম রব শোয়েব

ছাতকে এই প্রথম আমেরিকার দুইটি প্রতিষ্ঠান থেকে ফেলোশিপ ডিগ্রি অর্জন করলেন ডা. মোহাম্মদ গোলাম রব শোয়েব। তিনি বিশ্বের অন্যতম মেডিকেল কলেজ রয়্যাল কলেজ অব ফিজিশিয়ান এন্ড সার্জন অব গ্লাসগো (এফআরসিপি) ও আমেরিকান কলেজ অব ফিজিশিয়ান (এফএসিপি) এই দুইটি প্রতিষ্ঠান থেকে ফেলোশিপ ডিগ্রি অর্জন করেন। ছাতক শহরের বাসিন্দা ও প্রবীণ চিকিৎসক ডা. গোলাম মন্তকার পুত্র ডা. মোহাম্মদ গোলাম রব শোয়েব সিলেট জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। উল্লেখ্য, এমবিবিএস পাশ করার পর ডা. মোহাম্মদ গোলাম রব শোয়েব সিলেট জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে সুনামের সাথে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। চিকিৎসা সেবায় তাঁর কর্মদক্ষতা বৃদ্ধি পাওয়ায় ওই হাসপাতালেই তিনি মেডিসিন বিভাগে এসোসিয়েট প্রফেসর হিসেবে ছিলেন। সম্প্রতি তাকে হাসপাতালের মেডিসিন বিভাগে অধ্যাপক হিসেবে পদোন্নতি দেয়া হয়। ডা. মোহাম্মদ গোলাম রব শোয়েব ফেলোশিপ ডিগ্রি অর্জন করায় চিকিৎসা সেবায় তাঁর কৃতিত্ব ও দক্ষতার ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে ব্যতিক্রমী এবং উদ্ভাবনী চিকিৎসকদের প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছেন।  প্রেস বিজ্ঞপ্তি