• ২৮শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা সফর, ১৪৪৭ হিজরি

শাল্লায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও বিতরণ

Dainik Shallar Khabor.com
প্রকাশিত জুলাই ৪, ২০২৪
শাল্লায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও বিতরণ

হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকেঃ  সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৪ টি ইউনিয়নের অন্তর্গত ৪ শত জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে ৪ঠা জুলাই বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তার মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে বিনামূল্যে উফশী রোপা আমন ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উক্ত বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট অবনী মোহন দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শর্বরী রানী মজুমদার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শওকত জামিল।

বিতরণ কার্যক্রমে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সজীব হাওলাদার, বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানায় প্রতি জনকে ৫ কেজি বিজ ধান, ১০ কেজি ডি এপি সার ও ১০ কেজি পটাশ বিনামূল্যে প্রদান কার্যক্রম অব্যাহত আছে।