• ২৮শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা সফর, ১৪৪৭ হিজরি

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত

Dainik Shallar Khabor.com
প্রকাশিত জুন ৩০, ২০২৪
কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত

মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয়ে (৩৫) এক যুবক নিহত হয়েছেন।

রোববার (৩০ জুন) দুপুরে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব বলেন, দুপুর ১২টার পর কুলাউড়া থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে যায়। সাড়ে ১২টার দিকে রাউৎগাঁওয়ের নর্তন এলাকায় ট্রেনটি অজ্ঞাতপরিচয়ের ওই যুবককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

ওসি আরও বলেন, লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়াধীন রয়েছে।