• ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে সফর, ১৪৪৭ হিজরি

ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

Dainik Shallar Khabor.com
প্রকাশিত জুন ২৬, ২০২৪
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

শাল্লার খবর ডেস্ক ::: ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় রবিউল ইসলাম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক ও সহযোগীসহ তিনজনকে আটক করা হয়েছে। বুধবার (২৬ জুন) ভোর ৫টা ২০ মিনিটে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বলেন, রবিউল শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। দুর্ঘটনায় রবিউলের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সিলেট রিজিয়নের অ্যাডিশনাল ডিআইজি শহিদ উল্লাহ গণমাধ্যমকে জানান, বুধবার ভোরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনের মহাসড়কে কর্তব্যরত অবস্থায় হাইওয়ে পুলিশের এক সদস্য নিহত হন। ঢাকাগামী একটি বেপরোয়া ট্রাক রবিউল ইসলামকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এই ঘটনায় ড্রাইভার হেল্পারসহ তিনজনকে আটকসহ ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।