• ২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট-সুনামগঞ্জসহ ১৪ জেলার পুলিশ সুপারকে বদলি

Dainik Shallar Khabor.com
প্রকাশিত জুন ২৩, ২০২৪
সিলেট-সুনামগঞ্জসহ ১৪ জেলার পুলিশ সুপারকে বদলি

শাল্লার খবর ডেস্ক ::: সিলেট ও সুনামগঞ্জসহ ১৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে সিলেট থেকে বদলি করে ঢাকা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার করা হয়েছে। তার স্থলে সিলেটের পুলিশ সুপার করা হয়েছে কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএমকে (বার)।

এছাড়া পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার এম এন মোর্শেদকে সুনামগঞ্জের এসপি হিসেবে বদলি করা হয়েছে।

রবিবার (২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

প্রজ্ঞাপনে এসপি সমমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে ১৪ জন নতুন জেলার এসপি হিসেবে দায়িত্ব পালন করবেন। অপরজন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করবেন। বদলি কার্যক্রম দ্রুত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।

সিলেট ছাড়াও রংপুর, কুমিল্লা, কুষ্টিয়া পটুয়াখালী, বরগুনা, বগুড়া, ফেনী, পাবনা, টাঙ্গাইল, নীলফামারী, যশোর, মাদারীপুর ও সুনামগঞ্জের পুলিশ সুপারকে বদলি করা হয়েছে।