• ২৮শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা সফর, ১৪৪৭ হিজরি

বিষপানে নর্থ ইস্ট নার্সিং কলেজের ছাত্রীর মৃত্যু

Dainik Shallar Khabor.com
প্রকাশিত মার্চ ৩০, ২০২৩
বিষপানে নর্থ ইস্ট নার্সিং কলেজের ছাত্রীর মৃত্যু

শাল্লার খবর ডেস্ক ::: সিলেটের দক্ষিণ সুরমায় বিষপানে সমাপ্তি রাণী বৈষ্ণব (২০) নামে নার্সিং কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার(২৯মার্চ) রাত সাড়ে ১০টায় দক্ষিণ সুরমার বদিকোনো এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সমাপ্তি রাণী বৈষ্ণব (২০) নর্থ ইস্ট নার্সিং কলেজের ডিপ্লেমা বিভাগের প্রথমবর্ষের শিক্ষার্থী ও হবিগঞ্জের বানিয়াচংয়ের মৃত কালীবাসী বৈষ্ণবের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার এসআই শাফি মাহমুদ রাসেল।

পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমার বদিকোনাস্থ একটি হোস্টেলে ভাড়া থাকতেন সমাপ্তি রাণী বৈষ্ণব (২০)। বুধবার (২৯মার্চ) রাত সাড়ে ১০টার দিকে রাসায়নিক দ্রব্য (বিষ) পানে করেন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া। সেখানে অবস্থার অবনতি ঘটলে এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নেয়া হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার এসআই শাফি মাহমুদ রাসেল বলেন, ‌‘তদন্ত হলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।