• ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জে সাড়ে ৬ হাজার কেজি ভারতীয় চিনিসহ যুবক গ্রেপ্তার

Dainik Shallar Khabor.com
প্রকাশিত মার্চ ১৯, ২০২৩
গোলাপগঞ্জে সাড়ে ৬ হাজার কেজি ভারতীয় চিনিসহ যুবক গ্রেপ্তার

শাল্লার খবর ডেস্ক ::: সিলেটের গোলাপগঞ্জে র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ভারতীয় চিনি সহ মো. বেলাল উদ্দিন (২১) নামের এক যুবকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শনিবার (১৮ মার্চ) সকাল ৬টায় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বরায়া উত্তরভাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বেলাল আহমদ গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের হাজরাই গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র।

র‍্যাব জানায়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর ডিএডি মো. মনিরুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালিয়ে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বরায়া উত্তরভাগ গ্রামের এভালন স্পোর্টস ক্লাবের সামনের পাকা রাস্তার উপর একটি ট্রাক সহ ট্রাকের ভিতরে ভারতের তৈরি ৬ হাজার ৪৬৮ কেজি চিনি সহ বেলাল আহমদকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ট্রাক ও চিনিসহ গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয় বলেও জানায় র‍্যাব।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ গোলাপগঞ্জ মো. রফিকুল ইসলাম।