• ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বঙ্গবন্ধুর জন্মদিনে মহানগর আওয়ামী লীগের কর্মসূচি

Dainik Shallar Khabor.com
প্রকাশিত মার্চ ১৫, ২০২৩
বঙ্গবন্ধুর জন্মদিনে মহানগর আওয়ামী লীগের কর্মসূচি

শাল্লার খবর ডেস্ক ::: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত জাতির পিতার জন্মদিনে আলোচনা সভা ও সমাবেশ সহ অন্যান্য কর্মসূচি গ্রহণ করেছে সিলেট মহানগর আওয়ামী লীগ।

কর্মসূচির মধ্যে রয়েছে— ১৭ মার্চ শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। দুপুর ২টা ৩০ মিনিটে শিশুকিশোরদের অংশগ্রহণে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

১৮ মার্চ শনিবার বিকাল ৪ ঘটিকায় চৌহাট্টস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগের কেন্দ্রীয় ঘোষিত জাতির পিতার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সমাবেশ এবং পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক।

কর্মসূচিতে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদেরকে এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।