• ৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৭ হিজরি

জগন্নাথপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন

Dainik Shallar Khabor.com
প্রকাশিত মার্চ ১৫, ২০২৩
জগন্নাথপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন

শাল্লার খবর ডেস্ক ::: সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী”।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেন, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ প্রমুখ।