• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাংবাদিক মাহমুদের বাবার মৃত্যুতে সিলেট জেলা প্রেসক্লাবের শোক প্রকাশ

Dainik Shallar Khabor.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৩
সাংবাদিক মাহমুদের বাবার মৃত্যুতে সিলেট জেলা প্রেসক্লাবের শোক প্রকাশ

সিলেট জেলা প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির সদস্য ও বাংলানিউজের সাংবাদিক মাহমুদ হোসেনের বাবা হাফেজ মো. কমর উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল।

রবিবার (২৬ ফেব্রুয়ারি ) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তারা বলেন, মরহুম হাফেজ মো. কমর উদ্দিন একজন সাদামনের মানুষ ছিলেন। মহান আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন।

উল্লেখ, হাফেজ কমর উদ্দিন রোববার (২৬ ফেব্রুয়ারি) ভোরে সিলেট নগরের মেন্দিবাগ গার্ডেন টাওয়ারের নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মরহুমের জানাজা সিলেটের বিয়ানীবাজার উপজেলার উত্তর আকাখাজানা গ্রামে শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় ।-বিজ্ঞপ্তি