• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

তুরস্কে নির্মাণশ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ

Dainik Shallar Khabor.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৩
তুরস্কে নির্মাণশ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ

শাল্লার খবর ডেস্ক ::: প্রলয়ঙ্করী ভূমিকম্পে বিপুল সম্পদ ও প্রাণহানির পরিপ্রেক্ষিতে তুরস্কের প্রয়োজনে বাংলাদেশ দেশটিতে নির্মাণশ্রমিক পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে টেলিফোনে আলাপকালে বাংলাদেশের পররাষ্ট্রন্ত্রী প্রয়োজনে বাংলাদেশ থেকে নির্মাণশ্রমিক পাঠানোর প্রস্তাব দিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

টেলিফোনে ড. মোমেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, ভূমিকম্পে মৃত্যুতে আমরা অত্যন্ত ব্যথিত। আমরা আন্তরিক সমবেদনা জানাই।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু মোমেনকে ফোন করার জন্য ধন্যবাদ জানান। ড. মোমেন মেভলুতকে বলেন, আপনাদের সাহায্যের প্রয়োজন হলে আমরা নির্মাণশ্রমিক পাঠাতে পারি। আপনাদের যা প্রয়োজন আমাদের জানান, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব।

তিনি মেভলুতকে জানান, বাংলাদেশ আগে পাঠানো দুই হাজার তাঁবু ছাড়াও দেশ‌টি‌কে আরও ১০ হাজার তাঁবু পাঠাচ্ছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মতো আমাদের ভ্রাতৃপ্রতিম দেশ আছে। সুতরাং আমাদের যদি কিছুর প্রয়োজন হয়, তবে আমরা বিনা দ্বিধায় আপনাদের জানাব।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদের স্পিকারের আন্তরিক শোক-সংহতি বার্তার জন্য বাংলাদেশ সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।