• ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

সিলেট নগর থেকে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

Dainik Shallar Khabor.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৩
সিলেট নগর থেকে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

শাল্লার খবর ডেস্ক ::: সিলেট নগরের জেলরোড থেকে ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানাধীন বন্দরবাজার ফাঁড়ি পুলিশ। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মৌলভীবাজার জেলার রাজনগর থানার একামধু গ্রামের নুরুজ্জামানের ছেলে উজ্জল (২৭), সুনামগঞ্জ জেলার ছাতক থানার ঝিকলি গোবিন্দগঞ্জ গ্রামের মৃত আব্দুর নূরের ছেলে আলী নূর (২৬), হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার খাড়াউড়া গ্রামের হরমুজ আলীর ছেলে বুলবুল আহম্মদ (৩৩) ও সিলেট জেলার জৈন্তাপুর থানার ঠাকুরমাটি গ্রামের আখলুছ মিয়ার ছেলে সেলিম (২৫)।

গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ৪টি ধারালো চাকু জব্দ ও ছিনতাইকৃত মোবাইল সেট উদ্ধার করে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানান- গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সাজেদুল করিম সরকারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে জেলরোডের প্রবেশমুখ থেকে এই চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।

পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করা হয়।