• ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা সফর, ১৪৪৭ হিজরি

হাকালুকি হাওরে পাখি শিকার রোধে সচেতনতামূলক সভা

Dainik Shallar Khabor.com
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৩
হাকালুকি হাওরে পাখি শিকার রোধে সচেতনতামূলক সভা

শাল্লার খবর ডেস্ক ::: মৌলভীবাজারের জুড়ীতে ‘পাখি বিষয়ে আলোচনা’ শীর্ষক পরিযায়ী পাখি শিকার রোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মৌলভীবাজার বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও আইইউসিএন যৌথভাবে শুক্রবার বিকাল ৫টা উপজেলার হাকালুকি হাওরের চাতলা বিল এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করে।

বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদী সরোয়ারের সভাপতিত্বে ও আইইউসিএন’র প্রোগ্রাম সহকারী মাহী ওয়াসীমের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম. এ মোঈদ ফারুক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জুড়ী রেঞ্জের সহকারী বন সংরক্ষক শেখ আবুল কালাম আজাদ, আইইউসিএন এর প্রোগ্রাম সহকারী সামির সাহা, জুড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, পাথারিয়া বন্য প্রাণী সংরক্ষণ টিমের সভাপতি কামরুল হাসান নোমান, সদস্য খোরশেদ আলম, সমাজসেবক হাবিবুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, ‘একসময় হাকালুকি হাওরে শুধু পাখি আর পাখি ছিল। দিনে দিনে পাখির সংখ্যা কমে গেছে। পাখিগুলো অনেক দূরের পথ পাড়ি দিয়ে আমাদের দেশে আসে। এদের যদি মেরে ফেলা হয় তাহলে একসময় আমাদের দেশে পাখি আসা বন্ধ হয়ে যাবে। হাকালুকির সৌন্দর্য ধরে রাখতে হলে পাখি শিকার বন্ধ করতে হবে। বেশি বেশি পাখির সমাগম হলে হাকালুকিতে পর্যটকরা বেশী আসবে। এতে এলাকার মানুষের আর্তসামাজিক অবস্থার উন্নয়ন হবে। পাখি শিকার রোধে স্থানীয়ভাবে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।