• ১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রজব, ১৪৪৭ হিজরি

বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Dainik Shallar Khabor.com
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৩
বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় মোমিনছড়া চা বাগানে শীতার্ত চা শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে পঞ্চায়েত কমিটির সভাপতি লিটন মৃধার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফর, চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা প্রণব জ্যোতি পাল, চালক সংগ্রাম পরিষদের মহানগর সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, মোবারক হোসেন, চা শ্রমিক ফেডারেশনের মুক্তা আচার্য, আবু হানিফ প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ বলেন, চা শ্রমিকদের ন্যায্য মজুরি ও সময়মত চুক্তি সম্পাদনের দাবি দীর্ঘদিন থেকে উপেক্ষিত। এখন এরিয়া বিল পরিশোধ হয়নি।

বক্তারা অবিলম্বে চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ৫শত টাকা করা ও এরিয়া বিল পরিশোধের আহ্বান জানান।