• ২৮শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা সফর, ১৪৪৭ হিজরি

সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচন ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র বিক্রি শুরু

Dainik Shallar Khabor.com
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২২
সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচন ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র বিক্রি শুরু

সিলেট জেলা প্রেসক্লাবের ২০২৩-২০২৪ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। গত ৭ ডিসেম্বর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ স্বাক্ষরিত এক নির্বাচনী তফসিলে ঐতিহ্যবাহী এই ক্লাবের ভোটের তারিখ ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, বুধবার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে মনোয়নয়নপত্র সংগ্রহ শুরু হবে। পরদিন বৃহস্পতিবারও (১৫ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সিলেট জেলা প্রেসক্লাব থেকে ফরম সংগ্রহ করা যাবে।

১৯ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সিলেট জেলা প্রেসক্লাবে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ হবে এ দিনই। প্রার্থীতা প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২০ ডিসেম্বর।

সিলেট জেলা প্রেসক্লাবে ভোটগ্রহণ ৩১ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন চলবে। ভোটগ্রহণ ও গণনা শেষে একই দিন চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

নির্ধারিত মনোনয়ন ফি জমা দিয়ে সাধারণ সম্পাদক স্বাক্ষরিত মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে এবং ক্রয় রসিদের ফটোকপি মনোনয়নপত্রের সঙ্গে যুক্ত করে জমা দিতে হবে। প্রেস-বিজ্ঞপ্তি