• ২৮শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা সফর, ১৪৪৭ হিজরি

পূর্বশত্রুতার জের, প্রতিপক্ষের হামলায় চোখের দৃষ্টি হারালেন কৃষক

Dainik Shallar Khabor.com
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২২
পূর্বশত্রুতার জের, প্রতিপক্ষের হামলায় চোখের দৃষ্টি হারালেন কৃষক

শাল্লার খবর ডেস্ক ::: পূর্বশত্রুতার জেরে সুনামগঞ্জের ধর্মপাশায় প্রতিপক্ষের মারধর ও কিল-ঘুসিতে কালা মিয়া নামে এক কৃষকর চোখ নষ্ট হয়েছে বলে অভিযোগ ওঠেছে।

রোববার কালা মিয়ার ছেলে আইয়ূব আলী উপজেলা বিআরডিবি সভাকক্ষে সাংবাদিকদের জানান, এ ঘটনায় জড়িত একই গ্রামের আবদুল ওয়াহেদ মিয়া ও তার ছেলে মোখশেদ মিয়া। এ সময় হামলার ঘটনায় থানায় অভিযোগ আমলে না নেওয়ার কথাও জানান তিনি।

দীর্ঘদিন কালা মিয়ার সঙ্গে ওয়াহেদ মিয়া ও তার ছেলে মোখশেদের বিরোধ চলে আসছে। গত শুক্রবার স্থানীয় টুকের বাজারে ফারুক মিয়ার দোকানের সামনে ওয়াহেদ ও তার লোকজন কালা মিয়াকে মারধর করেন। এ সময় কিল-ঘুসিতে কালা মিয়ার বাঁ চোখ ভীষণ ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পরদিন কালা মিয়ার ছেলে আইয়ূব চারজনের বিরুদ্ধে ধর্মপাশা থানায় লিখিত অভিযোগ দেন।

তবে অভিযুক্ত মোখশেদ মিয়া জানান, তাদের হামলায় নয়; কালা মিয়ার একটি চোখ আগে থেকেই নষ্ট ছিল।

লিখিত অভিযোগের বিষয়টি অস্বীকার করে ওসি মিজানুর রহমান জানান, তারা বিষয়টি পারিবারিকভাবে সমাধানের কথা জানিয়েছে। মামলা করেনি। মামলা না নেওয়ার কোনো কারণ নেই।