• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিয়ানীবাজারে মোটরসাইকেল খাদে পড়ে যুবকের মৃত্যু

Dainik Shallar Khabor.com
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২২
বিয়ানীবাজারে মোটরসাইকেল খাদে পড়ে যুবকের মৃত্যু

শাল্লার খবর ডেস্ক ::: সিলেটের বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় সুভাস চন্দ্র ঘোষ নামে এক যুবক মারা গেছেন।

বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার মুড়িয়া ইউনিয়নের তাজপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সুভাস স্কয়ার ফুড কোম্পানির সেলস অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সারপার থেকে মোটরসাইকেলযোগে সুভাষ ও আরেকজন বিয়ানীবাজার যাচ্ছিলেন। পথিমধ্যে মুড়িয়া ইউনিয়নের তাজপুর এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল রাস্তার নিচে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সুভাস চন্দ্র ঘোষ মারা যান। পথচারীরা তাকে ও মোটরসাইকেল আরোহী অপরজনকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুভাষকে মৃত ঘোষণা করেন। আর আশঙ্কাজনক অবস্থায় অপর আরোহীকে সিলেটে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়।