• ২৮শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা সফর, ১৪৪৭ হিজরি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক হলেন ফেঞ্চুগঞ্জের নন্না

Dainik Shallar Khabor.com
প্রকাশিত নভেম্বর ২২, ২০২২
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক হলেন ফেঞ্চুগঞ্জের নন্না

শাল্লার খবর ডেস্ক ::: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আব্দুল হাই নন্না।

পরিচালক পদে কামরানুল ইসলাম কামরান, আব্দুল হাই নন্না ও সাইফুল ইসলাম মনোনয়নপত্র জমা দিলেও দুজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। কামরনা ও সাইফুল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। একক বৈধ প্রার্থী হিসেবে নন্না বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

সোমবার সিলেট পল্লী বিদ্যুৎ-১ এর নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মো. হালিমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ২ নম্বর এলাকায় তিনজন মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ে দুজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। একজনের মনোনয়নপত্র বৈধ হয়।

উল্লেখ্য, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ২ নম্বর এলাকা ফেঞ্চুগঞ্জ, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা, উত্তর ফেঞ্চুগঞ্জ, পূর্ব গৌরীপুর, পশ্চিম গৌরীপুর ও দেওয়ান বাজার নিয়ে গঠিত।